আন্তঃকলেজ মহিলা রাগবি

নারায়াণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৭, ০৩:৩৩ পিএম

ঢাকা: দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘মার্সেল দ্বিতীয় আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতা’র শিরোপা জিতেছে নারায়াণগঞ্জ কলেজ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে সেন্ট্রাল উইমেন্স কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কলেজ রাগবি দলটি।

এদিন শিরোপা নির্ধারণী খেলায় সেন্ট্রাল উইমেন্স কলেজকে ১৯-০৫ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতে নারায়ানগুঞ্জ কলেজ। ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন রানার আপ সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রীতি।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ্ব ফরিদা আক্তার বেগম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়াল্টন গ্রুপের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার, বাংলাদেশ রাগবি ইউনিয়নের সাধারন সম্পাদক মৌসুম আলী, যুগ্ন সাধারন সম্পাদক সাদ আহমেদ ও টুনামেন্ট কমিটি সম্পাদক পারভীন পুতুল।

গত শনিবার (২৩ সেপ্টেম্বর) চার দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন ওয়ালটন গ্রুপের পণ্য মার্সেল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।

প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো হল: শহীদ বীরউত্তম মো. আনোয়ার গার্লস কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা কমার্স কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, ক্যব্রিয়ান কলেজ, হাইমচর কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ হোস্টেল দল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই