জয়াবর্ধনে রহস্য ফাঁস করলেন না মাহমুদউল্লাহ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৭, ০৫:৪৫ পিএম

ঢাকা: সবুজে ঘেরা সিলেট এখন ক্রিকেট উৎসবের নগরী। প্রথমবারের মতো বিপিএলের আসর বসতে যাচ্ছে এখানে। দেশী বিদেশী তারকাদের উপস্থিতিতে সিলেট মুখরিত হয়ে উঠেছে। দিন ফুরিয়ে বিপিএল বোধন এখন কয়েক ঘন্টার অপেক্ষা। এরই মধ্যে কুমার সাঙ্গাকারা, ড্যারেন স্যামি, লাসিথ মালিঙ্গারা যোগ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহদের সঙ্গে। 

বিপিএল নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ। এটি বোঝা যায়, টিকিটের হাহাকার দেখে। সবার একটাই চাওয়া মাঠে বসে খেলা দেখা। শুক্রবার (৩ নভেম্বর) খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ বলে দিলেন, তাদের চোখ থাকবে শিরোপার দিকে। 

গতবার দলটি শেষ চারে উঠেছিল। এবার সেটিকে ছাপিয়ে যেতে চান মাহমুদউল্লাহ। আর এ কারণেই দলের কোচ বানানো হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে। লঙ্কান সাবেক অধিনায়ককে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ,‘ নতুন করে শুরু করতে হবে এই টুর্নামেন্ট। এখন শুধু চিন্তা করছি দল হিসেবে আমরা কতটা ভালো খেলতে পারি। কতটা উন্নতি করতে পারি। মাহেলা কোচ হিসেবে দারুণ। তাঁর সঙ্গে কাজ করে আমরা অনেক খুশি।’

সর্বশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের ভূমিকায় ছিলেন জয়াবর্ধনে। তাঁর অধীনে দলটি চ্যাম্পিয়নও হয়েছিল। তখনই খুলনার চোখ পড়েছিল জয়াবর্ধনের দিকে। তা এই লঙ্কান নতুন কী সংযুক্ত করলেন খুলনায়? মাহমুদউল্লাহ সেটিকে রহস্যময় করে রেখে দিলেন,‘ এটা আমাদের পরিকল্পনার অংশ। ওটা যদি বলেই দিই তাহলে আমাদের পরিকল্পনার সবই ফাঁস হয়ে যাবে। তারপরও সবাই জানি তাঁর ক্রিকেটীয় মস্তিষ্ক কতটা অসাধারণ। 

আশা করি, অনেক কিছু শিখতে পারব, জানতে পারব। ভবিষ্যতে যেটা কাজে লাগবে।’ রোববার খুলনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। জয়াবর্ধনে রহস্য জানতে সে অবধি অপেক্ষা করতেই হচ্ছে। 

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেএ