বিপিএলে আরো ভেন্যু চান সাকিব

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৭, ১২:৫৬ এএম

ঢাকা: বছর ঘুরে আবার এসেছে বিপিএল। শনিবার সিলেটে বোধন হচ্ছে পঞ্চম আসরের। বেলা ২টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও স্বাগতিক সিলেট সিক্সার্স। তাঁর আগে সংবাদমাধ্যমের সামনে বিপিএল নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। 

তিনি মনে করেন, বিপিএল আগের চেয়ে উন্নত হয়েছে। আরো উন্নতির সুযোগ রয়েছে, ‘প্রতিবারই কিন্তু বিপিএল আগের বারের চেয়ে উন্নতি হচ্ছে। অনেক জায়গায় উন্নতি হচ্ছে। আরও উন্নতির সুযোগ আছে। এবার যেমন তিনটি ভেন্যু হলো। পরেরবার আমি আশা করব, পাঁচটি ভেন্যু হবে। ভেন্যু বেশি হলে যেটা হয়, টুর্নামেন্টে আলাদা মজা, রোমাঞ্চ থাকে।
 
প্রতিদ্বন্দ্বিতা বেশি হয়। দর্শকের আগ্রহ বেশি থাকে। মাঠ আর উইকেটগুলোও ভালো থাকে। আজকে  দেখুন, এতগুলো দল একসঙ্গে অনুশীলন করছে। কেউই ঠিকমত করতে পারছে না। এই সুযোগ-সুবিধাগুলো তখন আরও ভালো হবে।’

সাকিব চান, এক দিনে একই স্টেডিয়ামে দুটি ম্যাচ না হয়ে দুটি ভিন্ন শহরে হলে ভালো হয়, ‘একই দিন একই মাঠে পরপর দুটি ম্যাচ না হয়ে দুটি ভিন্ন শহরে হলে ভালো হয়। একটি মাঠে টানা কয়েকদিন দুটি করে ম্যাচ মাঠের ফ্যাসিলিটিজের জন্য ভালো হয় না। ভেন্যু তিন-চারটা থেকেও যদি দিনের দুটি ম্যাচ দুই জায়গায় হয়, তাহলে ভালো হয়। জানি এর জন্য অনেক কিছু লাগবে। ব্যয় বেড়ে যাবে। তবে করতে পারলে টুর্নামেন্টের জন্য ভালো হবে।’

মাঠ বাড়লে দর্শকদের মধ্যে আগ্রহও বাড়বে। সাকিব বলছেন,‘ বেশি মাঠে খেলা হলে সবচেয়ে ভালো হবে সমর্থকদের জন্য। এ বছর সিলেটে টিকিট নিয়ে তুমুল উন্মাদনা ছিল। আরো অনেক শহরেই এরকম হতে পারে যদি সুযোগ সুবিধা বাড়িয়ে খেলা আয়েজন করা যায়। এমনকি ফতুল্লায়ও কিছু ম্যাচ আয়োজন করা যায়। টুর্নামেন্টের জন্য এসব ভালো হবে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই