আবার রক্তাক্ত ফুটবল স্টেডিয়াম

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৭, ০৫:৫৪ পিএম

ঢাকা: গত জুলাইয়ে রক্ত ঝরেছিল সেনেগালের ফুটবল স্টেডিয়ামে। ডাকারে ফুটবল লিগের ফাইনাল চলাকালীন দু'দল সমর্থকের সংঘর্ষ ও পরে স্টেডিয়ামের দেয়াল ভেঙে মৃত্যু হয়েছিল ৮ জনের। আহত হয়েছিলেন কমপক্ষে ৬০ জন। এবার রক্তাক্ত সার্বিয়ান ফুটবল স্টেডিয়াম।

সার্বিয়ান সুপার লিগে পারজিয়ান বনাম রেড স্টারের বল দখলের লড়াই তখন চলছে। স্টেডিয়াম জুড়ে প্রবল উন্মাদনা। ডার্বি ম্যাচে যা হয়। কিন্তু এই ডার্বি এমন রক্তাক্ত হবে কে জানত! বুধবার রাতের বেলগ্রেড ডার্বি ম্যাচে এমনটাই হল। দুই দলের সমর্থকদের হাতাহাতিতে আহত ১৭ জনকে উদ্ধার করেছে পুলিশ।

দু’দলেরই বসার জন্য পৃথক স্ট্যান্ডের ব্যবস্থা ছিল। কিন্তু ম্যাচের শেষ দিকে পারজিয়ানের স্ট্যান্ডে কয়েকজন রেডস্টারের ফ্যান বসার জন্য আসে। শুরু হয় বচসা। কথা কাটাকাটি হাতাহাতির রূপ নিয়ে সময় লাগেনি। সংঘর্ষ চলে প্রায় দশ মিনিটেরও বেশি সময় ধরে। স্টেডিয়ামে আগুন ধরানো হলে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।

বিরতির আগে উন্মাদনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিকই ছিল। গোলশূন্য অবস্থাতেই প্রথমার্ধের খেলা শেষ হয়। ৬১ মিনিটে পেনাল্টি পায় পারজিয়ান। সৌমাহর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে তাঁরা। তখনই গন্ডগোলের সূত্রপাত। যদিও খেলা বন্ধ হয়নি। ৮৪ মিনিটে বোয়াকির গোলে সমতায় ফেরে লাল বাহিনী। ড্র করেও রেড স্টার সার্বিয়ান সুপার লিগ টেবিলের শীর্ষে।

পুলিশ সূত্রের খবর রেডস্টারের সমর্থকরা পারজিয়ানের স্ট্যান্ড গিয়ে উস্কানি দেওয়ায় যত বিপত্তি। এর আগেও এমন অপ্রীতিকর ঘটনা চাক্ষুস করেছে বেলগ্রেড ডার্বি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই