তামিমের ৩৯তম হাফ সেঞ্চুরি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৮, ০৫:৫৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। সিকান্দার রাজার করা ২২তম ওভারের শেষ বলে ১ রান নিয়ে ক্যারিয়ারের ৩৯তম ওয়ানডে হাফ সেঞ্চুরি পুর্ণ করেন দেশ সেরা এই ওপেনার।

এর আগে জিম্বাবুয়ে জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশক। স্বাগতিক বোলারদের তোপের মুখে শেষ পর্যন্ত ১৭০ রানেই গুটিয়ে গেছে গ্রাহেম ক্রেমারের জিম্বাবুয়ে। এখন জয় পেতে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছে মাশরাফি বিন মুর্তাজার দল।

২০১৫ বিশ্বকাপে সর্বশেষ খেলেছিলেন এনামুল হক। তারপর দীর্ঘ বিরতি দিয়ে ফিরে ১৯ রান করতে পেরেছেন তিনি। ইনিংসের চতুর্থ ওভারে সিকান্দার রাজাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন বাংলাদেশের এ ওপেনার। ১৪ বলে খেলা এনামুলের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। অর্থাৎ ১৬ রানই তিনি নিয়েছেন বাউন্ডারি মেরে।

অবশ্য দ্বিতীয় উইকেটে দারুন খেলেছেন তামিম-সাকিব জুটি। এক শ পেরোনোর পর ফিরে যান সাকিব আল হাসান। সিকান্দারের বলে এলবিডাব্লিউ হন তিনি। সাকিব আউট হওয়ার পর তামিম ৬৬ বলে তুলে নেন ক্যারিয়ারের ৩৯তম হাফ সেঞ্চুরি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই