এক পরিবর্তন নিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ১২:১৭ পিএম

ঢাকা: বাংলাদেশের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ না হলেও জিম্বাবুয়ের কাছে এটি ফাইনালে ওঠার সিঁড়ি। পা হড়কালেই তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। সে কারণেই জিম্বাবুয়ে মরিয়া চেষ্টা চালাবে ম্যাচটি জেতার জন্য। মঙ্গলবার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

জিম্বাবুয়ের স্পিন দূর্বলতার কথা ভেবে ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে ঢুকেছেন বাঁ-হাতী স্পিনার সানজামুল ইসলাম। জিম্বাবুয়ে দলে কোনও পরিবর্তন নেই। দলটি আগের ম্যাচের একাদশই বহাল রেখেছে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ম্যালকম ওয়েলার, পিটার মুর, গ্রেয়াম ক্রেমার (অধিনায়ক), কাইল জার্ভিস, ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন