কেকেআরকে নিয়ে তবুও সতর্ক কার্তিক

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৮, ০১:১৬ পিএম

ঢাকা : টানা দুই ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স (ককেআর) । এই মুহূর্তে কেকেআর শিবিরে স্বস্তি বিরাজ করছে। তারপরও সতর্ক অধিনায়ক দিনেশ কার্তিক। দলের সতীর্থদের কিছু কিছু ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি।

বুধবার  (১৮ এপ্রিল) রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ উইকেটে জিতে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে আসার পরে কার্তিক বললেন, ‘আমাদের ফিল্ডিং ও শেষের দিকের বোলিংয়ে কিন্তু আরও উন্নতি দরকার। আর একটু কড়া যদি হই, তা হলে বলব, দলের পেসারদের আরও উন্নতি করতে হবে। আমাদের আরও ধারাবাহিক হতে হবে।’

কেকেআর জেতায় যে তিনি খুশি, তা জানাতে অবশ্য ভোলেননি কার্তিক, ‘এখন মনে হচ্ছে, ঠিক দিকেই এগোচ্ছি। আমাদের রিস্টস্পিনারদের বল ব্যাটসম্যানদের পক্ষে বোঝা বোধ হয় কঠিন হচ্ছে। তাই ওদের দিয়ে শুরু করছি।’ রবিন উথাপ্পা ও নীতীশ রানারও প্রশংসা করেন অধিনায়ক।

১১ রানে ২ উইকেট ও ২৭ বলে ৩৫ রান করে ম্যাচের সেরার পুরস্কার পাওয়া নীতীশ বলেন, ‘নিয়মিত নেটে ও ঘরোয়া ক্রিকেটে বোলিং করেছি। নিজের ওপর বিশ্বাস আছে। ভারতীয় দলে অবশ্যই খেলতে চাই। আপাতত আমার লক্ষ্য কেকেআরে আরও ভাল খেলা।’

সোনালীনিউজ/আরআইবি