জয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১১, ২০১৮, ১০:১১ এএম

ঢাকা: জয় দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। লেস্টার সিটিকে তারা হারিয়েছে ২-১ গোলে। ফলে মৌসুমের শুরুটা দারুনই হলো ম্যানইউয়ের জন্য।

ম্যাচের তৃতীয় মিনিটে লেস্টার সিটির ডি বক্সে ম্যানইউর ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের শট ডেনিয়েল অ্যামার্টির হাতে লাগলে পেনাল্টি পায় ম্যানইউ।  ফরাসি তারকা পল পগবার পেনাল্টি থেকে ১-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড।

এরপর লেস্টার সিটি বল দখল নিয়ে খেললেও খেলা চলে মাঝমাঠেই। দু-একটি ভালো সুযোগ পেয়েও প্রথমার্ধে সেগুলো কাজে লাগাতে পারেনি লেস্টারের খেলোয়াড়েরা। ৪২ মিনিটে লুক শ’র শট আটকে না দিলে ম্যানইউর গোল–ব্যবধান বাড়ত তখনই।

দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে ম্যানইউকে আরেক দফা রক্ষা করেন গোলরক্ষক ডে হেয়া। ডেমারি গ্রের ভলি ঝাঁপিয়ে পড়ে আটকে দেন তিনি। এর খানিক পরই পাল্টা আক্রমণ থেকে সুযোগ পায় ম্যানইউ। এবার বদলি হিসেবে নামা লুকাকু সেটা নষ্ট করেন। তবে গোল–ব্যবধান বাড়াতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি মরিনহো–শিষ্যদের।

 ম্যাচের ৮৩তম মিনিটে ম্যানইউর হয়ে দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার লুক শ (২-০)। নির্ধারিত সময়ের খেলা শেষ। যোগ হওয়া সময়ে ৯২তম মিনিটে লেস্টার সিটির হয়ে ব্যবধান কমান জেমি ভার্দি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠে ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।


সোনালীনিউজ/আরআইবি/আকন