বড় বোনকে হারিয়ে দিল ছোট বোন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৮, ০৭:৫৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: ইউএস ওপেন টেনিসে মহিলা এককের তৃতীয় রাউন্ড থেকেই বড় বোন ভেনাস উইলিয়ামসকে বিদায় দিলো ছোট বোন সেরেনা উইলিয়ামস। আজ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ম্যাচে সেরেনা সরাসরি সেটে হারায় ভেনাসকে।

শক্তির বিচারে ভেনাসের চেয়ে এগিয়েই ছিলেন সেরেনা। তবে এবারের আসরের বাছাইয়ে খুব বেশি পার্থক্য ছিলনা তাদের। ভেনাস ছিলেন ১৬তম বাছাই। সেরেনা ছিলেন ১৭তম বাছাই। কিন্তু এসব পরিসংখ্যান আমলে নেননি সেরেনা। কোর্টে লড়াই করার সুযোগই দেননি ভেনাসকে। ৬-১ ও ৬-২ গেমে জয় তুলে শেষ ষোলর টিকিট কাটেন সেরেনা। ম্যাচটি স্থায়ী ছিলো ৭২ মিনিট।

বড় বোনকে হারিয়ে খুব বেশি খুশী হতে পারেননি সেরেনা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ভেনাসের বিপক্ষে জয় পেলে খুব বেশি আনন্দিত হই না। আমরা দু’জনই পেশাদার খেলোয়াড়। জয় পেতেই আমরা কোর্টে নেমেছিলাম। যাই হোক, আমি ভালো খেলে জয় তুলে নিয়েছি। আশা করি, টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতেও জিততে পারবো।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই