জোড়া গোল করে ইউরোপের ক্লাবে প্রস্তাব পেলেন বোল্ট

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৮, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা তিনি। একের পর এক রেকর্ড গড়ে উসাইন বোল্ট অবসর নিয়ে ফেলেছেন। তাই বলে তিনি বসে নেই। ছোটবেলা থেকেই বোল্ট ছিলেন ফুটবলের দারুন ভক্ত। ফুটবলের প্রতি তাঁর আলাদা টানও আছে। বোল্ট মনে প্রাণে চাইছেন ফুটবলার হতে। ম্যানচেস্টার ইউনাইটেড ভক্ত গতি দানব বর্তমানে ট্রায়াল দিচ্ছেন অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে।

গত শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচে দুটি গোলও করেছেন। জানা গেছে, ইতিমধ্যেই ইউরোপের দেশ মাল্টার একটি ক্লাব বোল্টকে নিতে চাইছে দুই বছরের চুক্তিতে। মাল্টার ভ্যালেট্টা এফসি জানিয়েছে, তারা এর মাঝেই বোল্টকে মৌখিক প্রস্তাব দিয়েছে।

ক্লাবের সিইও গ্লাস্টন স্লিমেন বলেছন, ‘২০০৮ সালে বেজিং অলিম্পিকে বোল্ট নতুন রেকর্ড গড়েছিল। গত দেড় বছর ধরে বোল্টকে আমি লক্ষ্য করছি। ১৩ ডিসেম্বর আমরা সুপার কাপের ফাইনাল খেলব। আশা করছি সেই ম্যাচে বোল্ট আমাদের হয়ে খেলবে। ভাবতে পারছেন বিশ্বরেকর্ড গড়ার দশবছর পর বোল্ট ফুটবল ট্রফি হাতে দাঁড়িয়ে রয়েছে। টাকাটাই এখানে বড় নয়। আমরা ইতিহাসে নাম লেখাতে চাই। তাই বোল্টকে দলে চাই।’

মাল্টার ক্লাবটি আশাবাদী বোল্ট তাদের ক্লাবে এলে তাঁর ফুটবল প্রতিভার আরও উন্নতি হবে। সিইও বলেন, ‘আমাদের ট্রেনিং অনেক উন্নত। পরিকাঠামোও দারুণ। এই পরিবেশে বোল্ট যদি সঠিকভাবে নিজেকে মেলে ধরে, তাহলে বিশ্ব ফুটবলার বোল্টকে দেখতে পাবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই