খুলনার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিচ্ছেন মাহমুদউল্লাহ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: বিপিএলের ষষ্ঠ আসরে খুলনা টাইটান্স খুব যে খারাপ দল গড়েছে তা বলা যাবে না। বিদেশি কোটায় লাসিথ মালিঙ্গা, কার্লোস ব্রেথওয়েট, বেন্ডন টেলরদের মতো তারকারা ছিলেন। স্থানীয়দের মধ্যে যারা ছিলেন তারাও কোনো অংশে কম ছিলেন না। তারওপর দলটির কোচের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। যার কোচিংয়ে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে। তারপরও খুলনা টাইটান্স একের পর এক ম্যাচ খেলল আর হারল। সবশেষ মঙ্গলবার দলটি হেরে গেল রংপুর রাইডার্সের কাছে। এই হারে এবারের বিপিএল তাদের শেষই হয়ে গেছে।

কিন্তু কেন এমন হলো খুলনার? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দক্ষিণের দলটির সমর্থকদের মনে। আট ম্যাচ খেলে জয় মাত্র একটিতে। এখনো চার ম্যাচ বাকি আছে খুলনার। কিন্তু এই চার ম্যাচ জিতলেও তাদের প্লে-অফে যাওয়া হবে না। মাহমুদউল্লাহ তাই বাকি ম্যাচগুলো খেলবেন নিজের এবং ফ্রাঞ্চাইজির জন্য, ‘এটা আমার জন্য এবং আমার দলের জন্য অনেক কঠিন সময়। এই সময়ে অনেকে অনেক রকম কথা বলবে। কিন্তু আমার মনে হয়, যেহেতু আমাদের প্লে-অফে উঠার সুযোগ নেই, সামনে যে কয়েকটা ম্যাচ আছে সেগুলো নিজেদের জন্য খেলব।’

দলের এমন ব্যর্থতার দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ,‘আমার মনে হয়, আমি যতবার বিপিএল খেলেছি, কখনোই বড় তারকা ক্রিকেটার নিয়ে  দলকে নেতৃত্ব দেইনি। সবসময় মোটামুটি বা সম্ভাবনাময় দল নিয়ে খেলেছি। এই বছর আমার মনে হয় না খুব একটা খারাপ দল হয়েছে। কিন্তু আমরা সব ম্য্যাচে তিন বিভাগে জ্বলে উঠতে পারিনি। আমি সবসময় বিশ্বাস করতাম যে, আমার এই দল নিয়ে সেরা চারে যাওয়ার ভালো সম্ভাবনা ছিল। হয়তো আমি ভালো নেতৃত্ব দিতে পারিনি। ব্যক্তিগতভাবেও ভালো পারফর্ম করতে পারিনি। আমি মনে করি দোষটা আমরাই ছিল।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই