২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মালিঙ্গার অবসর

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০১৯, ০১:১৮ পিএম

ঢাকা: ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নেবেন লাসিথ মালিঙ্গা। শুক্রবারই মালিঙ্গা জানিয়েছেন, ‘২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ক্রিকেট থেকে অবসর নেব।’

সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের পরই মালিঙ্গা নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন মালিঙ্গা। তবে তিনি প্রথম ছয় ম্যাচে খেলতে পারবেন না। কারণ ২০১৯ বিশ্বকাপের দলে জায়গা পেতে মরিয়া মালিঙ্গা। এমনিতেই আসন্ন বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেট থেকেও সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শ্রীলঙ্কান পেসার।

২০০৪ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মালিঙ্গার। বিশ্বকাপে তাঁর দুটি হ্যাটট্রিক রয়েছে। এছাড়া ওয়ানডের আন্তর্জাতিকে তিনবার হ্যাটট্রিক করেছেন। পরপর চার বলে চারটি উইকেট নেওয়ার বিরল নজিরও রয়েছে মালিঙ্গার। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে অবশ্য দারুন পারফরম্যান্স করেছেন। এখন বিশ্বকাপেই তাঁর ফোকাস।  আর তারপরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেবেন মালিঙ্গা।


সোনালীনিউজ/আরআইবি/আকন