তামিমের সঙ্গে সৌম্য না লিটন, কাকে পছন্দ রোডসের

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৯, ০৯:০৩ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: ওপেনিংয়ে নিজের জায়গাটা অনেক আগেই পাকা করে ফেলেছেন তামিম ইকবাল। কিন্তু তাঁর সঙ্গে যারা ওপেন করেন তাদের জায়গা পাকা নয়। এই বিশ্বকাপেই রয়েছে তিনজন ওপেনার। তামিম, সৌম্য সরকার ও লিটন দাস। এখন প্রশ্ন হলো তামিমের সঙ্গে ওপেন করবেন কে?

বৃহস্পতিবার বাংলাদেশ কোচ স্টিভ রোডসের কাছে এটাই জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বললেন, ‘লিটন-তামিমকে দিয়ে আমরা ডানহাতি-বাঁহাতি সমন্বয় পেয়েছি আমরা। ব্যক্তিগতভাবে আমি বাঁহাতি-ডানহাতি সমন্বয় পছন্দ করি। তবে সৌম্য ঢাকা প্রিমিয়ার লিগের শেষ দুটি ম্যাচে যে ব্যাটিং করল, সেটিও ভালো লেগেছে। মজার ব্যাপার, রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরির পর বলেছি, ডাবল সেঞ্চুরি করার খুব বেশি সুযোগ তুমি পাবে না। যদি পাও সুযোগটা হাতছাড়া করো না। ওই ম্যাচে সে অনেক সময় পেয়েছিল। কী আশ্চর্য, সে ঠিক পরের ম্যাচেই ডাবল সেঞ্চুরি করল।’

তাহলে বিশ্বকাপে তামিমের সঙ্গে ওপেন করতে নামছেন লিটন? এখানে একটু কূটনৈতিকভাবে উত্তর দিলেন রোডস, ‘বিশ্বকাপে আমাদের উদ্বোধনী জুটি কেমন হবে, সেটি ফাঁস করতে চাই না। শুধু বলতে পারি, সৌম্য-লিটন দুজনের ওপরই আস্থা আছে।’

সৌম্য-লিটনের ওপর আস্থা যেমন আছে বাংলাদেশ কোচের অগাধ আস্থা তামিমের ওপরও আছে। রোডস বলছেন, ‘সে জানে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে তার কী করা প্রয়োজন। ঢাকা প্রিমিয়ার লিগ না খেলে সে ৩-৪ সপ্তাহের বিরতি নিয়েছে। সে জানে কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট। সে জানে সজীব থাকাটা কত জরুরি। কিছু অনুশীলন করেছে। ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিয়েছে। আমি সব সময়ই তামিমের মতামত শুনতে আগ্রহী। তার প্রতি আমার শ্রদ্ধা আছে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই