• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আলুর বাজার নিয়ন্ত্রণ রাখতে হিমাগার পরিদর্শন


মুন্সিগঞ্জ প্রতিনিধি  নভেম্বর ৩, ২০২০, ০৩:০৮ পিএম
আলুর বাজার নিয়ন্ত্রণ রাখতে হিমাগার পরিদর্শন

মুন্সিগঞ্জ: আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে মুন্সীগঞ্জে হিমাগার পরিদর্শণ ও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (3 নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার কয়েকটি হিমাগার পরিদর্শন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইউসুফ। 

পরিদর্শন শেষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি অফিস, হিমাগার মালিক ও আলু চাষীদের সাথে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইউসুফ। 
 
হিমাগার পরিদর্শন শেষে মুক্তারপুর এলাকায় কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইউসুফ বলেছেন, হিমাগারে এখন আলু মজুদ রাখার সুযোগ নেই। সরকার নির্ধারিত বেধে দেওয়া দামে তাদেরকে বিক্রি করতে হবে। সারা বাংলাদেশে কি পরিমাণ আলু আছে তার হিসাব আছে। বেশিরভাগ হিমাগার কর্তৃপক্ষ সহযোগীতা করছে। 

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন পুস্তি জানান, এ বছর আলু উৎপাদন কম হয়েছে। ত্রাণ বিতরণ, বিদেশে প্রেরণসহ নানা কারনে আলুর ঘাটতি রয়েছে যার কারনে আলুর বাজারে উধ্বগতি।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!