• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


মাগুরা প্রতিনিধি নভেম্বর ২২, ২০২০, ০৩:০২ পিএম
শেখ হাসিনা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে নির্মিত শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা। এর আগে ভিডিও কনফারেন্সে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংযুক্ত হন প্রধানমন্ত্রী। 

এসময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, পুলিশ সুপার খান মহম্মদ রেজওয়ানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মধুমতি নদীর ওপর নির্মিত ওই সেতুটির দৈর্ঘ্য ৬০০ দশমিক ৭০ মিটার এবং প্রস্থ ৯ দশমিক ৮০ মিটার। সেতুটিতে ১৫০টি পাইল, ১৪টি পিয়ার, দুইটি অ্যাবাটমেন্ট ও ১৫টি স্প্যান রয়েছে। যার নির্মাণ ব্যয় ৬৩ কোটি ৩১ লাখ ২৮ হাজার টাকা।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল বলেন, রোববার শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এলাকার মানুষকে বিনোদন দিতে সেতু সংলগ্ন নদীর পাড়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেন, মধুমতি নদীতে সেতু নির্মাণের বিষয়টি ছিল আমার নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন। জনগণকে দেওয়া আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!