• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দাগনভূঞায় নৌকার ফারুকের হ্যাটট্রিক জয়


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২১, ০৭:১৩ পিএম
দাগনভূঞায় নৌকার ফারুকের হ্যাটট্রিক জয়

ঢাকা: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ফেনীর দাগনভূঞা পৌর নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক খান।এ জয়ের মাধ্যমে পৌরসভায় মেয়র পদে হ্যাটট্রিক করলেন তিনি। 

৮ হাজার ২৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী সাইফুর রহমান পেয়েছেন ৯২৭ ভোট।

আরও পড়ুন<<>>বসুরহাটে বিপুল ভোটে বিজয়ী কাদের মির্জা

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন পাটোওয়ারী এ ফলাফল ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৬৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২২০ জন ও নারী ভোটার ১২ হাজার ৫৪৫ জন।

আরও পড়ুন<<>>ছোট ভাইয়ের বিজয়, যা বললেন ওবায়দুল কাদের

ওমর ফারুক খান দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ছাত্রলীগের সাবেক এই নেতা ২০১১ সালের নির্বাচনে প্রথম দাগনভূঞা পৌরসভার মেয়র নির্বাচিত হন। তখন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। ওমর ফারুক খান ২০১৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সাইফুর রহমানকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!