• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেন্টমার্টিনে ট্রলার ডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ ৬


কক্সবাজার প্রতিনিধি জানুয়ারি ২৩, ২০২১, ০৫:১২ পিএম
সেন্টমার্টিনে ট্রলার ডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ ৬

ফাইল ছবি

কক্সবাজার : বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে চার জেলের মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় ছয় জন নিখোঁজ রয়েছেন। তবে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের লাইট হাউস থেকে ২৯২ বিয়ারিং আর ৩৪.৫ মাইল দূরত্বে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছে সেন্টমার্টিন কোস্টগার্ড।

সেন্টমার্টিন কোস্টগার্ড সূত্র জানায়, সেন্টমার্টিন থেকে ৩৪.৫ মাইল দূরত্বে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ঘটনার পর নৌ বাহিনী সমুদ্র অভিযান জাহাজ উদ্ধার কাজ পরিচালনা করছে। পাশাপাশি কোস্টগার্ডের শ্যামল বাংলা জাহাজও উদ্ধার কাজ চালাচ্ছে।

সূত্রটি আরো জানিয়েছে, ট্রলারটিতে ২৩ জন মাঝিমাল্লা ছিল। এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের ছয় জনের খোঁজে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!