• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল চলছে 


নোযাখালী প্রতিনিধি ফেব্রুয়ারি ১৮, ২০২১, ১২:১৫ পিএম
কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল চলছে 

প্রতিনিধি

নোযাখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল পালিত হচ্ছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) কে প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজসহ কয়েকজনকে গ্রেফতার এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আহ্বানে কোম্পানীগঞ্জে এই হরতাল পালিত হচ্ছে।

বুধবার মেয়র কাদের মির্জা বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে হরতালের এবং শুক্রবার থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতালের সময় কিছুটা কমিয়ে বেলা ১২টা পর্যন্ত করা হয়।

হরতালের কারনে বন্ধ রয়েছে উপজেলামূখী সকল প্রকার যান চলাচল। বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছে দলীয় নেতাকর্মীরা। এদিকে ভোর সাড়ে ৬টার দিকে কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে বসুরহাট বাজারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!