• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকল গাইবান্ধার শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২১, ০৯:১১ পিএম
বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকল গাইবান্ধার শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

ঢাকা: বিশ্বের দীর্ঘতম আলপনা এঁকেছে গাইবান্ধার শিক্ষার্থীরা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে গিনেস বুকে নাম লেখাতে নির্ধারিত ২৪ ঘণ্টার আগেই ১০.৪ কিলোমিটার সড়কজুড়ে আলপনা আঁকা শেষ করেছে শিক্ষার্থীরা। 

মাত্র ২২ ঘণ্টায় বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকার মধ্য দিয়ে এবার গিনেস ওয়ার্ল্ড বুকে বাংলাদেশের নাম লেখার পালা।

সাত রঙে রাঙা গাইবান্ধা-সাঘাটা-বাদিয়াখালী সড়কে চলতে গিয়ে অবাক পথচারীরা। রং-তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন সড়কটি নজর কেড়েছে অনেকের।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে গোটা রাত পেরিয়ে শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত টানা ২২ ঘণ্টায় গাইবান্ধা শহর থেকে বাদিয়াখালী পর্যন্ত ১০.৪ কিলোমিটার সড়কে শেষ হয় আলপনা আঁকার কাজ। এবার বিশ্বের বুকে নতুন করে বাংলাদেশকে তুলে ধরার পালা। এ আলপনার মধ্য দিয়ে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাবে আশাবাদী গাইবান্ধাবাসী।

রেইনবো পেইন্টসের সহযোগিতায় দীর্ঘতম আলপনা উৎসবে ব্যবহার করা হয় ছয় হাজার লিটার রং। এ উৎসবের আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গাইবান্ধার (পুসাগ) শিক্ষার্থীরা।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!