• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৫২ কেজির বাঘাআড়াইর মাছ বিক্রি হল অর্ধলাখ টাকায়  


লালমনিরহাট প্রতিনিধি জুন ১৫, ২০২১, ০৭:৫৬ পিএম
৫২ কেজির বাঘাআড়াইর মাছ বিক্রি হল অর্ধলাখ টাকায়  

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ৫২ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ অর্ধলাখ টাকায় বিক্রি হয়েছে। 

সোমবার (১৪ জুন) কাকিনা বাজারে মাছটি আনলে তা কেটে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।

জানা গেছে, কুড়িগ্রামের ধরলা নদীতে ৫২ কেজি ওজনের বাঘাআইড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। ওই মাছটি বিক্রি করতে জেলেরা কাকিনা বাজারে নিয়ে এলে উৎসুক জনতা দেখতে ভিড় জমায়।

মাছটি বিক্রিতে একক কোন ক্রেতা না পেয়ে জেলেরা মাছটি কেটে  প্রতি কেজি এক হাজার টাকা  দরে বিক্রি করেন। কাকিনা বাজারের স্থানীয় ৫২ জন ক্রেতা ৫২ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

কুড়িগ্রাম এলাকার জেলে সাদেক আলী জানান, এই বাঘাইড় মাছটি সোমবার ভোররাতে আমাদের জালে ধরা পড়ে। কুড়িগ্রাম এলাকায় ভাল ক্রেতা না পেয়ে বেশি টাকা বিক্রিয়ের আশায় মাছটি তিনজন মিলে এই কাকিনা বাজারে নিয়ে আসি।

কাকিনা বাজারের ফারুক হোসেন বলেন, কুড়িগ্রামের জেলেরা মাছটি ধরলা নদী থেকে ধরে কাকিনা বাজারে বিক্রি করতে আসেন। এ সময় স্থানীয় জনতা ও বাজারের ব্যবসায়ীরা মিলে মাছটি কিনে নেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!