• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে অসহায় পরিবারের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ


নিউজ ডেস্ক জুন ২৪, ২০২১, ০৫:৪৯ পিএম
রাঙ্গামাটিতে অসহায় পরিবারের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ছবি সংগৃহীত

রাঙ্গামাটি: করোনাকালীন সময়ে জেলার সদর পৌরসভা এলাকার শতাধিক পাহাড়ী-বাঙ্গালী অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোন। 

বৃহস্পতিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১ টায় রাঙ্গামাটি  চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় অসহায় পরিবারগুলোর হাতে  ত্রাণ সহায়তায় তুলে দেন রাঙ্গামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরাফাত আমিন। এসময় রাঙ্গামাটি সদর জোনের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। 

মেজর আরাফাত আমিন জানান, ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে- চাল সাড়ে পাঁচ কেজি, আটা দুই কেজি, ডাল আড়াই কেজি, আলু সাড়ে তিন কেজি, লবন এক কেজি, একটি লুঙ্গি গামছা, একটি গেঞ্জি।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!