• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতাল থেকে রেগে বেরিয়ে গেলেন করোনা রোগী


বরগুনা প্রতিনিধি: জুলাই ১, ২০২১, ০৫:৫২ পিএম
হাসপাতাল থেকে রেগে বেরিয়ে গেলেন করোনা রোগী

সংগৃহীত ছবি

বরগুনা: আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীদের জন্য ফাঁকা কোনো কেবিন না থাকায় রেগে হাসপাতাল থেকেই বের হয়ে গেলেন ইলিয়াস নামে এক করোনা রোগী।

বরগুনা সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইলিয়াসের বাড়ি নিশানবাড়ীয়া সোনাতলায়। তিনি ওই এলাকার ওহাব মিয়ার ছেলে।

জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি কেবিন চেয়েছিলেন ইলিয়াস। কিন্তু কেবিন ফাঁকা না থাকায় তার জন্য সাধারণ বেডের ব্যবস্থা করা হয়েছিল। এ কারণে রেগে গিয়ে আইসোলেশন ওয়ার্ডে কর্তব্যরতদের সঙ্গে খারাপ আচরণ করে হাসপাতাল থেকে বের হয়ে যান করোনায় আক্রান্ত ইলিয়াস।

বরগুনা সদর হাসপাতালে করোনা ইউনিটের নার্সিং সুপারভাইজার শাহনাজ পারভীন সাংবাদিকদের বলেন, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কেবিন খালি না থাকায় ইলিয়াসের জন্য সাধারণ বেডের ব্যবস্থা করা হয়, কিন্তু তিনি সেখানে থাকতে নারাজ। এক পর্যায়ে রাগ করে হাসপাতাল থেকে বের হয়ে যান।

তিনি আরো বলেন, করোনা রোগী বাইরে ঘোরাফেরা করলে মানুষের মাঝে ভাইরাস ছড়াতে পারে। এছাড়া বাড়িতে গেলে পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হতে পারে।

বর্তমানে বরগুনা সদর হাসপাতালের ৫০ শয্যার করোনা আইসোলেশন ওয়ার্ডে ২১ জন রোগী ও উপসর্গ নিয়ে ১৭ জন ভর্তি আছেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!