• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০ মণ ওজনের ‘টাইগার’


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জুলাই ১৮, ২০২১, ০১:১২ এএম
২০ মণ ওজনের ‘টাইগার’

ঝিনাইদহ : ২০ মণ ওজনের ‘টাইগার’কে দেখতে প্রতিদিন শত শত মানুষ আসছেন উপজেলার প্রতাপপুর গ্রামে। এর সঙ্গে সেলফি ওঠানোরও হিড়িক চলছে।

কোরবানি উপলক্ষে আদর করেলালন পালন করা বিশাল আকারের ষাঁড়ের নাম ‘টাইগার’। ওজন, আকৃতি ও সৌন্দর্যে নজর কাড়ে সকলের। এটির মালিক বছির মোল্লা। তিনি ২৬ মাস ধরে গরুটি পালন করছেন। নিজের গোয়ালের ফ্রিজিয়ান জাতের একটি গাভিতে জন্ম নেয় ‘টাইগার’।

ষাঁড়টি প্রতিদিন আপেল, আঙুরসহ চাল, ভুষি, ছোলা, খেসারি এ ধরনের খাবার খেয়ে থাকে।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!