• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু


বগুড়া প্রতিনিধি জুলাই ২০, ২০২১, ০৩:১২ পিএম
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু

বগুড়া : বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় জন মারা গেছেন ১৯ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ০২ জন, উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন এবং অন্য জেলার ৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২৩জন।

করোনায় আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক জন।

তিনি হলেন শিবগঞ্জ উপজেলার রুপালী (৪০), মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান সদর উপজেলার নাজিমুদ্দিন (৬৫)। এছাড়াও বগুড়ার বাইরের জেলায় বসবাসকারী ৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। অপর দিকে করোনার উপসর্গ নিয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে ১৪ জনের।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ২৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২২৩ জন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!