• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নদীতে ফেলার চেষ্টা


সুনামগঞ্জ প্রতিনিধি জুলাই ৩১, ২০২১, ১২:৫০ পিএম
অন্তঃসত্ত্বা স্ত্রীকে নদীতে ফেলার চেষ্টা

ছবি (প্রতীকী)

সুনামগঞ্জ : চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নদীতে ফেলায় দেওয়ার জন্য হাত-পা বেঁধে বস্তাবন্দি করেন স্বামী এবং তার সহযোগীরা। তবে এক প্রতিবেশী বুঝতে পেরে চিৎকার করলে অন্যরা ছুটে আসেন। গৃহবধূকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শুক্রবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের বোলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায়জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। 

গৃহবধূ মাইফুল নেছার মা মমতা বেগম জানান, মাইফুল নেছার (২৩) সঙ্গে দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের সাজিদুল মিয়ার ছেলে আবু তাহের জান্নাতের (২৮) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর আবু তাহের স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির পাশে ভোলাখালি গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। পাশাপাশি পাশেই একটি ঘরে পোল্ট্রি মুরগির ব্যবসা শুরু করেন। কয়েক মাস ধরে মাইফুলকে যৌতুকের টাকার জন্য চাপ দিচ্ছিল আবু তাহের। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শারীরিক নির্যাতন শুরু করেন।

মাইফুল নেছার দুলা ভাই আশু মিয়া (২৫) ও বড় ভাই ওবায়দুল্লাহ জানান, বিয়ের পর থেকেই তারা আমার বোনকে নির্যাতন করছিল। যৌতুকের ৫০ হাজার টাকার দাবি মেটানোর পরও নির্যাতন বন্ধ করেনি। আজ হাত-পা বেঁধে আমার বোনকে নদীতে ভাসিয়ে দিতে চেয়েছিল। ঘটনার পর থেকে অভিযুক্ত আবু তাহের জান্নাত ও তার সহযোগীরা পলাতক রয়েছে।

বাদাঘাট পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শহিদুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!