• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাভারে সিঙ্গারের শোরুমে আগুন


সাভার প্রতিনিধি আগস্ট ৫, ২০২১, ১০:৪১ এএম
সাভারে সিঙ্গারের শোরুমে আগুন

ছবি : সংগৃহীত

সাভার: সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয়। এ সময় সাভার ফায়ার সার্ভিসের ২টি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ট্যানারি ফাঁড়ির আরও ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে আরও ২টি ইউনিট যুক্ত হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতা অনেক। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!