• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পদ্মায় বিশাল ঢাই বিক্রি হলো ৩৫ হাজারে 


রাজবাড়ী প্রতিনিধি সেপ্টেম্বর ১১, ২০২১, ০৬:০৩ পিএম
পদ্মায় বিশাল ঢাই বিক্রি হলো ৩৫ হাজারে 

ছবি : ঢাই মাছ

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মায় জেলের জালে ১১ কেজি ওজনের বিলুপ্ত প্রজাতির বিশাল এক ঢাই মাছ ধরা পড়েছে। মাছটি ৩২০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে মানিকগঞ্জের জেলে রাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, সকাল ৬টার দিকে পদ্মার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেলে জেলে রাম ও তার সহকারীরা। প্রায় দুই কিলোমিটার ভাটিতে কর্ণেশনা এলাকায় গিয়ে তারা জালে বড় ধরনের টান অনুভব করেন। এ সময় জাল টেনে তীরে তুলে দেখেন বড় একটি ঢাই মাছ ধরা পড়েছে।

সকাল ৮টার দিকে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে নেয়া হয়। সেখানে উম্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ তিন হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাহজাহান। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি তিনি ৩২০০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
সম্রাট শাহজাহান জানান, এখন প্রতিদিনই পদ্মা-যমুনা নদীর এ এলাকায় বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলেদের পাশাপাশি ব্যবসায়ীরাও খুশি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ যুগান্তরকে বলেন, পদ্মায় পানি বৃদ্ধির ফলে নদীর বড় বড় মাছগুলো খাবারের সন্ধানে কিনারায় আসছে। এ সুযোগে জেলেরা জাল ফেলে প্রায় প্রতিদিনই মাছগুলো শিকার করছে। এতে জেলেরা লাভবান হচ্ছে। তবে মাছগুলো সংরক্ষণ করা গেলে পরবর্তীতে সেগুলো নদীতে বংশ বিস্তার করতে পারত।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!