মার্কিন শ্রমবাজারে দুর্বলতার ইঙ্গিত পাওয়া তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। একই সঙ্গে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে রুপার মূল্য, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের এই উত্থান এখনো দেশের বাজারে প্রভাব ফেলেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৬ ডিসেম্বর থেকে যে নতুন মূল্য কার্যকর করেছে, সেটিই আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত বহাল রয়েছে। নতুন করে সোনা বা রুপার দাম বাড়ানো হয়নি।
এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম সমন্বয়ের ঘোষণা দেয় বাজুস। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক দফায় ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়।
দেশের বাজারে সোনার সর্বশেষ দাম
বর্তমানে দেশের বাজারে—
২২ ক্যারেট প্রতি ভরি সোনা: ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি সোনা: ২ লাখ ৭ হাজার ২১১ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি সোনা: ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা
সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা
বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও কারুকাজভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
রুপার দামও অপরিবর্তিত
দেশের বাজারে বর্তমানে—
২২ ক্যারেট প্রতি ভরি রুপা: ৪ হাজার ৫৭২ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি রুপা: ৪ হাজার ৩৬২ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি রুপা: ৩ হাজার ৭৩২ টাকা
সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ২ হাজার ৮০০ টাকা
বিশ্ববাজারে রেকর্ড মূল্য
এদিকে, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে মার্কিন স্পট মার্কেটে সোনার দাম বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩৩ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে স্পট সিলভারের দাম একদিনেই ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৬৬ দশমিক ২২ ডলারে, যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়।
এম







































