মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলার পি.এম.খালী ইউনিয়ন ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক এম.রাশেদুল করিম রাশেদ ও সদস্য সচিব নাজমুল হুদা সাহেদ।
ঐ কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় আলোচিত মোরশেদ বলি হত্যা মামলার আসামী মোহাম্মদ আব্দুল আজিজকে, যিনি অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন। বিষয়টি সামনে এলে তৈরি হয় বির্তক, নতুন কমিটির সহ সভাপতি থেকে পদত্যাগের ঘোষণা দেন রবিউল আলম ফাহিম।
সমালোচনা সৃষ্টি হলে কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ' বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, কক্সবাজার জেলা শাখার অধীনস্থ কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।'
এছাড়াও উল্লেখ করা হয়, 'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।'
কক্সবাজারে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তানু জানান, ' ইউনিয়ন কমিটি ঘোষণার ব্যাপারে সাংগঠনিক নির্দেশনা অনুসরণ করা হয়নি, তাই কেন্দ্র উপজেলা কমিটি বিলুপ্ত করেছে একই সাথে পি.এম খালীর বিষয়েও সাংগঠনিক সিদ্ধান্ত আসতে যাচ্ছে।'
নাম প্রকাশ না করার শর্তে সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক এক যুগ্ম-আহবায়ক বলেন, ' আহবায়ক-সদস্য সচিব মিলে স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলো, পি.এম খালীর কমিটি নিয়ে আমাদের কোন মতামত নেওয়া হয়নি। কেন্দ্রের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।'
অন্যদিকে পি.এম খালী ছাত্রদলের এক নেতা বলেন, ' বিতর্কিতদের জানিনা কিসের বিনিময়ে কমিটি দিয়েছে, ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে এর পেছনের কারণ খতিয়ে দেখতে দায়িত্বশীলদের অনুরোধ করছি।'
এবিষয়ে জানতে চেয়ে সদ্য বিলুপ্ত ঘোষিত সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের মুঠোফোনে যোগাযোগ করা হলেও মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে সভাপতির পদ পাওয়া আব্দুল আজিজের নম্বর বন্ধ পাওয়া যায়।
এম







































