• ঢাকা
  • শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১

মমেক হাসপাতালে আজও ৮ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি অক্টোবর ৪, ২০২১, ১১:৪৭ এএম
মমেক হাসপাতালে আজও ৮ জনের মৃত্যু

ফাইল ছবি

ময়মনসিংহ : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনায় একজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জন মারা গেছেন।

করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার রহিমা খাতুন (৬৬)। এ ছাড়াও ময়মনসিংহ সদরের আবুল কাসেম ভূঁইয়া (৮২), তারাকান্দা উপজেলার হালিম (৪৫), কল্পনা (৩৫), ধোবাউড়া উপজেলার তামান্না (২৫), হালুয়াঘাট উপজেলার মাহবুব আলম (৬২), ভালুকা উপজেলার সুলতান আহমেদ (৭০) এবং জামালপুর ইসলামপুর উপজেলার মেশু মিস্ত্রি (৬৫) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৩ টি নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১১৮ জন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!