• ঢাকা
  • রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

রাজধানীর ফুটপাতে মিলল বৃদ্ধের মরদেহ


নিজস্ব প্রতিনিধি মে ২৩, ২০২৪, ১০:০৬ পিএম
রাজধানীর ফুটপাতে মিলল বৃদ্ধের মরদেহ

ঢাকা: রাজধানীর রাজারবাগ এলাকায় ফুটপাত থেকে এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি কেউ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিল চন্দ্র রায় জানান, স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। কয়েকদিন ধরে রাজারবাগ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘরের বিপরীত পাশের রাস্তায় ছিলেন। অসুস্থতার কারণে আজ তিনি মারা গেছেন।

তিনি আরও জানান, আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আপাতত মরদেহটি মর্গের ফ্রিজে রাখা হবে।

আইএ

Wordbridge School
Link copied!