• ঢাকা
  • রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

ভিয়েতনামে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৪


আন্তর্জাতিক ডেস্ক মে ২৪, ২০২৪, ১১:১৪ এএম
ভিয়েতনামে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৪

ঢাকা: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি ঘন বসতিপূর্ণ এলাকার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকালের এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের রাজধানীতে একটি সরু গলিতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার ফাইটাররা ৭ জনকে সেই ভবন থেকে উদ্ধার করতে সক্ষম হন। তবে কী কারণে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এ ছাড়া যারা নিহত হয়েছেন তাদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।

জননিরাপত্তা মন্ত্রণালয় আরও বলেছে, এ ঘটনায় কোনো অভিযুক্তকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হন।

এমএস

Wordbridge School
Link copied!