• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইঁদুর মারা ফাঁদে আটকে প্রাণ গেল বৃদ্ধের


পটুয়াখালী প্রতিনিধি: নভেম্বর ২১, ২০২১, ০৩:৩৪ পিএম
ইঁদুর মারা ফাঁদে আটকে প্রাণ গেল বৃদ্ধের

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলার চাকামইয়া ইউপির শান্তিপুর গ্রামে বৃদ্ধের মৃত্যু হয়। মৃত আজিম উদ্দিন ওই এলাকার মৃত আবেল উদ্দিন মুসুল্লির ছেলে। 

চাকামইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই মাস্টার তার ধান খেতে ইঁদুর নিধনের জন্য তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সকালে আজিম উদ্দিন ওই ক্ষেতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ থানায় নিয়ে আসে। 

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, ক্ষেতে বিদ্যুৎ সংযোগ কিভাবে দেওয়া হয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!