• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১

সোনারগাঁয়ে ৩১টি খামারির পশুর প্রদর্শনী অনুষ্ঠিত


নারায়ণগঞ্জ প্রতিনিধি  ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১০:৪৮ এএম
সোনারগাঁয়ে ৩১টি খামারির পশুর প্রদর্শনী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুর মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ার)  প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে পৌরসভার আমিনপুর মাঠে ৩১টি খামারি পশুর প্রদর্শনী করেন।

প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহীর সভাপতিত্বে বক্তব্য দেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, পৌরসভা প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউসুফ হাবিব, সোনারগাঁ ডেইরী উন্নয়ন এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার, জেষ্ঠ্য উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপজেলা ডেভলপমেন্ট ফেসিলেটর শাহানারা আক্তার আচল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব।  

এসময় প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টলে বিভিন্ন প্রজাতীর গরু, ছাগল ভেড়া, মুরগী, হাস, কবুতর, হাউড্রোফনিক ঘাস, মিষ্টি সহ নানা স্টলে ঘুরে দেখেন স্থানীয় এমপি। পরে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। 

সোনালীনিউজ/এনআই/এসআই

Wordbridge School
Link copied!