• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পেট্রোল পাম্প পুড়ে ছাই


সিরাজগঞ্জ প্রতিনিধি জুন ১২, ২০২৪, ০৬:৪২ পিএম
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পেট্রোল পাম্প পুড়ে ছাই

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে আদনান ফুয়েল ট্রান্সফার পাম্পে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি দোকান, একটি অফিস রুমসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

তাড়াশ ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক। তিনি জানিয়েছেন, আদনান ফুয়েল ট্রান্সফার পাম্পের প্রোপ্রাইটর আতিকুল রহমান কপিল আমার ভাগ্নে। এ ঘটনায় আহত অবস্থায় বর্তমানে সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দোনকার থাকা পেট্রোল, অকটেন, ডিজেল, বিভিন্ন মবেলসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ দোকানে আগুন লাগে। এসময় আশপাশের মানুষ আগুন নেভানোর জন্য চেষ্টা করে। প্রায় ৪০ মিনিট পর   ফায়ার সার্ভিসে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ প্রসঙ্গে তাড়াশ ফায়ার স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে দুটি ইউনিট গিয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!