• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল: ২৭২৩ জনের ফল পরিবর্তন


নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০২৪, ০৪:১৭ পিএম
এসএসসি পুনঃনিরীক্ষণের ফল: ২৭২৩ জনের ফল পরিবর্তন

ঢাকা : এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষণে মোট ২ হাজার ৭২৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এতে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১২৭ জন।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন ৭০ হাজার ১২৯ জন। তারা মোট ১ লাখ ৭৯ হাজার ১৪৮টি পত্রের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন। ফলাফলে ফেল থেকে পাস করেছেন ১২৭ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ৩৪৪ জন।

উল্লেখ্য, এর আগে, গত ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক শুন্য ৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।

এমটিআই

 

Wordbridge School
Link copied!