• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বান্দরবানে নিহত ৪ যুবকের পরিচয় মেলেনি


নিজস্ব প্রতিবেদক মার্চ ৭, ২০২২, ০৭:২৪ পিএম
বান্দরবানে নিহত ৪ যুবকের পরিচয় মেলেনি

ঢাকা : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সাঙ্গু নদীর পাড় থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ চার পাহাড়ি যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। তাদের লাশও নিতে আসেননি কেউ। নিহতদের পরিচয় শনাক্ত না হওয়ায় মামলা দায়ের করতে পারেছে না পুলিশ।

সোমবার (৭ মার্চ) বান্দরবান সদর হাসপাতাল মর্গেই ছিল মরদেহগুলো। এর আগে রোববার (৬ মার্চ) সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মংবাইতং পাড়া এলাকা থেকে মরদহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে তারাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মংবাইতং পাড়া এলাকায় দুপক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় হয়। তখন ঘর থেকে ভয়ে কেউ বের হননি। পরে খবর পেয়ে রোববার সকালে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মরদেহগুলো উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের পরিচয় শনাক্ত না হওয়ায় মামলা দায়ের করতে বিলম্ব হচ্ছে। মরদেহের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) নিয়ে জাতীয় পরিচয়পত্র সার্ভারের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর মামলা দায়ের করা হবে।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!