• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কৃষক সেজে আসামির সঙ্গে ধানক্ষেতে কাজ করল পুলিশ


নোয়াখালী প্রতিনিধি মার্চ ১৪, ২০২২, ১১:০২ এএম
কৃষক সেজে আসামির সঙ্গে ধানক্ষেতে কাজ করল পুলিশ

ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষক সেজে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ মার্চ) সকালে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৩ মার্চ) বিকেলে উপজেলার চর-এলাহী ইউনিয়নের চরবালুয়ার একটি ধানখেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, চর-এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরবালুয়া গ্রামের ছাবের মাঝির ছেলে আলমগীর হোসেন (৪০)।

জানা গেছে, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি চরবালুয়ার সৌরভ হোসেন নামের একজনকে গলা কেটে খুন করা হয়। পরে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয় (নম্বর ৫)। ওই মামলার আসামি আলমগীর হোসেন। তবে মামলার পর তিনি পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, কৃষকের ছদ্মবেশে উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইউসুফসহ তিন পুলিশ সদস্য চর বালুয়ার একটি ধানখেতে কাজ করার সময় আলমগীরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্ট মুলতবি রয়েছে। সোমবার (১৪ মার্চ) সকালে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!