• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারী শ্রমিক নিহত


নীলফামারী প্রতিনিধি  এপ্রিল ৪, ২০২২, ০৩:১৬ পিএম
নীলফামারীতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারী শ্রমিক নিহত

ফাইল ছবি

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার হাজিগঞ্জ বাজারে ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে প্রতিমা রানী (৩৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ এপ্রিল) সকাল ৭টার দিকে। নিহত প্রতিমা রানী চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রাামের নারায়ন রায়ের স্ত্রী। 

স্বজনরা জানান, প্রতিমা রানী গোড়গ্রাম ইউনিয়নের লক্ষীরবাজার এলাকার সানটেক্সস গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে। প্রতিদিনের ন্যায় সকাল ৭টায় কর্মস্থানে যোগদানের জন্য বাড়ি থেকে ব্যাটারী চালিত ভ্যানে বের হয়। হাজিগঞ্জ বাজারের কাছে এসে পৌছালে প্রতিমা রানীর ওড়নার একটি অংশ ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। 

এতে ওড়নার অপর অংশের মাধ্যমে গলায় ফাঁস লাগে। এ সময় তিনি সড়কে ছিঁটকে পড়ে। তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

সদর থানার ওসি আব্দুর রউপ জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোনালীনিউজ/এগো/এসআই
 

Wordbridge School
Link copied!