• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষিপ্ত রেলমন্ত্রীর ভাগনে, সাংবাদিকদের তেড়ে আসেন শ্বশুরবাড়ির লোকজন


নিজস্ব প্রতিবেদক মে ৮, ২০২২, ০৭:১০ পিএম
ক্ষিপ্ত রেলমন্ত্রীর ভাগনে, সাংবাদিকদের তেড়ে আসেন শ্বশুরবাড়ির লোকজন

ইমরুল কায়েস প্রান্ত।

পাবনা: বিনা টিকিটে রেল ভ্রমণ এবং মন্ত্রীর স্ত্রীর ফোনের পর টিটিই বরখাস্তের ঘটনায় তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলোচিত সেই আত্মীয় (ভাগনে) ইমরুল কায়েস প্রান্ত। রোববার (৮ মে) দুপুরে পাকশী বিভাগীয় কার্যালয়ে উপস্থিত হন প্রান্ত।

সেখানে সংবাদকর্মীদের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি। বলেছেন, সামান্য একটি বিষয় নিয়ে সাংবাদিকরা অহেতুক টানাহেঁচড়া করছে।

তিনি আরও বলেন, ‘কয়েকদিন ধরে ফোনে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নে আমি ও আমার পরিবার বিরক্ত ও বিব্রত। আমরা সামগ্রিক বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছিলাম অথচ সাংবাদিকরা সামান্য একটি বিষয় নিয়ে অহেতুক টানাহেঁচড়া করছেন।’

সংবাদকর্মীদের সরকারবিরোধী উল্লেখ করে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করার দরকার ছিল না। আমি যা বলার তদন্ত কমিটিকে বলেছি। আপনাদের সঙ্গে আমার কোনো কথা নেই।’

শুধু প্রান্ত নয় রেলমন্ত্রীর শ্বশুরবাড়ির লোকজনও এ ঘটনায় সংবাদকর্মীদের ওপর ক্ষিপ্ত। তথ্য সংগ্রহে রোববার সকালে ঈশ্বরদী পৌরসভার নূর মহল্লার বাড়িতে গিয়ে অপমানিত হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী।

বাংলাভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক রিপন বলেন, ‘ওই মহল্লায় পৌঁছানোর পর পরই তেড়ে আসেন কয়েকজন যুবকসহ এক নারী। এ সময় তাদের গালিগালাজের মুখে আমিসহ অন্যরা বাড়ির লোকজনের কথা না বলেই ফিরে আসতে বাধ্য হই।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!