• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে


খুলনা প্রতিনিধি মে ১৬, ২০২২, ০৭:৩৮ পিএম
অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

খুলনা : অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক খুলনার স্যার ইকবাল রোড শাখার সাবেক ব্যবস্থাপক সুজিত কুমার মণ্ডলকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার (১৬ মে) দুপুরে মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

জানা যায়, ২০১৫ সালে পাট ব্যবসায়ী সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য গোডাউনে মজুতকৃত পাটের বিপরীতে সোনালী ব্যাংক থেকে ৪ কোটি ৬ লাখ টাকা সিসি লোন নেন। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর গোডাউন থেকে পাট বের করার কথা থাকলেও ব্যাংকের ব্যাবস্থাপক ও গোডাউন কিপারের যোগসাজসে ওই পাট বিক্রি করে অর্থ আত্মসাত করা হয়। মামলায় একইসাথে সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য ও গোডাউন ইনচার্জ নুরুল আমিনকেও আসামি করা হয়।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক খুলনার তৎকালীন সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি জামিনে রয়েছেন।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!