• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে পটলের বাম্পার ফলন


শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে মে ১৮, ২০২২, ০৪:৩৮ পিএম
গোবিন্দগঞ্জে পটলের বাম্পার ফলন

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকায় এবার পটলের বাম্পার ফলন হয়েছে। হাট-বাজারে পটলের সরবরাহও বেশ ভালো। প্রতি মণ পটল ৮ থেকে ৯শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম ভালো পাওয়ায় কৃষকরা খুশি।
 
গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ পাইকারী কাঁচা বাজারে সরেজমিনে গেলে কৃষক জাফুরুল ইসলাম জানান, আমি এক বিঘা জমিতে পটল চাষ করেছি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় পটলের ভালো ফলন হয়েছে। এ পর্যন্ত কয়েকবার প্রতি সপ্তাহে ৪-৫ মণ করে পটল তুলে বিক্রি করেছি। দামও ভালো। আশা করছি এক বিঘা জমিতে দেড় থেকে ২শ’ মন পটল বিক্রি করতে পারবো। তার মত অন্য চাষিরাও পটল বিক্রি করে লাভবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
 
পটলের ব্যাপারী খাইরুল ইসলাম জানান, ৮ থেকে ৯শ’ টাকা মন দরে প্রতি মণ পটল ক্রয় করছি। ফলন ভালো হয়েছে। ট্রাকলোড করে পটল নিয়ে ঢাকায় বিক্রি করবো। 

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ-রেজা-ই মাহমুদ মুন্না জানান, এ বছর উপজেলায় প্রায় ৭৫ হেক্টর জমিতে পটল চাষ হয়েছে। কৃষকরা সঠিক সময়ে পটলের বীজ রোপন করে পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পেয়েছে। কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ।

সোনালীনিউজ/এসআর/এনএন

Wordbridge School
Link copied!