• ঢাকা
  • শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১

মা-সন্তানের মৃত্যুতে মহাসড়ক অবরোধ, ২৫ কি.মি যানজট


টাঙ্গাইল প্রতিনিধি জুলাই ১৬, ২০২২, ০১:৪৭ পিএম
মা-সন্তানের মৃত্যুতে মহাসড়ক অবরোধ, ২৫ কি.মি যানজট

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল : বাসচাপায় মা ও সন্তানের মৃত্যু ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় লোকজন। শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার জামুর্কী এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, মা-সন্তান রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনার পর পরই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে করে উভয়পাশে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহাসড়কের পাশে দুদিকে সিএনজি ও অটোরিকশার জন্য নির্মিত রাস্তায় বড় যানবাহন চলার কারণে যানজট আরও প্রকট হয়েছে। বড় গাড়ি ছাড়াও ট্রাক, পিকআপভ্যান, মোটরসাইকেল-এমনকি গাড়ির ছাদেও মানুষের উপচেপড়া ভিড় রয়েছে। যে যেভাবে পারছেন ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরছেন তারা। ফলে নানা ভোগান্তিরও শিকার হতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!