• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কোরআনে হাফেজদের জন্য বাস ভাড়া ফ্রি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৮, ২০২২, ০৫:১৬ পিএম
কোরআনে হাফেজদের জন্য বাস ভাড়া ফ্রি

চাঁদপুর: কোরআনের হাফেজদের জন্য বাস ভাড়া ফ্রি করেছে ‘বোগদাদ’ নামের একটি বাসের মালিকপক্ষ। চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত হাফেজদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে। 

গত একমাস ধরে বাসটির গায়ে দেখা গেছে ‘কোরআন হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ লেখাটি। 

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখাটির একটি ছবি ভাইরাল হওয়ায় তা অনেকেরই নজর কেড়েছে।

বাসটির চালক মো: মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি র্দীঘদিন ধরে এই মালিকের অধীনে গাড়ি চালাই, মালিকপক্ষের নির্দেশে মাসখানেক আগে আমরা বাসের গায়ে ‘কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ লেখা স্টিকারটি লাগিয়েছি। এরপর থেকে এখন পর্যন্ত ৫০ থেকে ৬০জন ‘কোরআনের হাফেজকে ফ্রি বহন করা হয়েছে।’

তিনি আরো জানান, ‘মালিকের পক্ষ থেকে আগে থেকেই গরিব-অসহায়, ভিক্ষুক ও এতিমদের গাড়ি ভাড়া ফ্রি করার নির্দেশ দেওয়া আছে। এছাড়াও বিপদে পড়ে কারো পকেটে টাকা না থাকলে তাদের কাছেও বাস ভাড়া না নেওয়ার নির্দেশ দেওয়া আছে।’ 

বাসটির মালিক মো: শহীদ উল্লাহ গাজী সাংবাদিকদের জানান, আমার দাদা ও বাবা সবাই গাড়ির ব্যবসা করেছেন। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সাল থেকে আমি এই ব্যবসার সাথে জড়িত। হাফেজদের সম্মানে আমি ‘কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ লেখা স্টিকারটি দিয়েছি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!