• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে একরাতে দুই গৃহবধূর আত্মহত্যা


সিরাজগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২৯, ২০২৩, ০২:২৬ পিএম
সিরাজগঞ্জে একরাতে দুই গৃহবধূর আত্মহত্যা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল ও শনিবার (২৮ জানুয়ারি) রাতে বহুলী ইউনিয়নের চর পদুমপাল গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চক শিয়ালকোল গ্রামের সামিদুল ইসলামের মেয়ে ও শহরের হোসেনপুর মহল্লার তারেকের স্ত্রী সাদিয়া (১৯) এবং বহুলীর চর পদুমপাল গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী তারা ভানু (৪০)।

নিহত সাদিয়ার স্বজনরা জানান, দেড় বছর আগে হোসেনপুর মহল্লার সুরুতজ্জামানের ছেলে তারেকের সঙ্গে বিয়ে হয় সাদিয়ার। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন তারেক। রোববার (২৯ জানুয়ারি) সকালে পারিবারিক কলহের জেরে অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সাদিয়া। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, বহুলীর চর পদুমপাল গ্রামে শনিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তারা ভানু (৪০)। খবর পেয়ে রোববার (২৯ জানুয়ারি) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।  

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম শাহ দুই নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!