• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার


নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৬:৩৩ পিএম
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা। গত শনিবার রাতে কক্সবাজার সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। 

গ্রেপ্তারকৃত আসামি সাইদুল ইসলাম সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নুরুল ইসলাম সুদার ছেলে।

জানা যায়, উপজেলার পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে আখিঁ আক্তারের সঙ্গে পাশ্ববর্তী চেঙ্গকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইদুল ইসলামের বিয়ে হয় ১৫ বছর আগে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। দাম্পত্য জীবনে তাদের অর্ণব (১২), সিয়াম (১০) ও চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 
নানা অজুহাতে সাইদুল ইসলাম প্রায়ই আখিঁ আক্তারকে মারধর করতো। সাইদুল মাদকাসক্ত ছিল। বিয়ের পর থেকেই পরকীয়ার সন্দেহে তাদের মধ্যে কলহ শুরু হয়। 

বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে গৃহবধু আখিঁ আক্তারকে স্বামী সাইদুল ইসলাম হাত পা বেধে হাতুড়ি দিয়ে উপর্যপুরি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে। হাতুড়ির আঘাতে আখিঁ আক্তার জ্ঞান হারিয়ে ফেললে সন্তানদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। 

এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে র‌্যাব এখনো থানায় হস্তান্তর করেনি। আসামী হস্তান্তরের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!