• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া অ্যাডমিট তৈরি চক্রের ৩ জন আটক


সিরাজগঞ্জ প্রতিনিধি: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৭:৩১ পিএম
কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া অ্যাডমিট তৈরি চক্রের ৩ জন আটক

সিরাজগঞ্জ: পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সিরাজগঞ্জে ৫শ টাকায় ভুয়া অ্যাডমিট কার্ড দেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্ট চলাকালে ঘটনাটি হাতেনাতে ধরা পরে। পরে পুলিশ লাইন্স মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কান্দাপাড়ার মৃত হজরত আলী মণ্ডলের ছেলে আব্দুস সাত্তার মণ্ডল, আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে আতাউর রহমান ও মৃত জহুরুল ইসলামের ছেলে গোলাম রাব্বী।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. রওশন আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা অ্যাডমিট কার্ডের ওপরের সিল, স্ক্যানারের মাধ্যমে তুলে দিয়ে পুনরায় অ্যাডমিট কার্ড তৈরি করে ৫০০ টাকার বিনিময়ে নিয়োগ প্রত্যাশীদের কাছে সরবরাহ করছিলেন। পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্টে বাছাই করার সময় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে মাঠ এলাকায় অবস্থিত মণ্ডল টেলিকমে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!