• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিছিলে মিছিলে মুখরিত ময়মনসিংহ নগরী


ময়মনসিংহ প্রতিনিধি  মার্চ ১১, ২০২৩, ০১:১১ পিএম
মিছিলে মিছিলে মুখরিত ময়মনসিংহ নগরী

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জয়, শেখ হাসিনার জয়’- স্লোগানে মুখরিত হয়ে পড়েছে পুরো ময়মনসিংহ নগরী।

শনিবার (১১ মার্চ) সকাল ৯টা থেকেই নগরীর বিভিন্ন সড়কে নেতাকর্মীদের মিছিল শুরু হয়। ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিকেল ৩টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও জায়গা নিয়ে শেখ হাসিনার নজরে আসতে আগে থেকেই নেতাকর্মীরা মিছিল করে মাঠে প্রবেশ করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘ভোর থেকেই নগরীর মোড়ে মোড়ে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন শেখ হাসিনাকে স্বাগত জানাতে। আজ স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে ময়মনসিংহে। আমাদের নেত্রীর উন্নয়নের উপহার হিসেবে দলমত-নির্বিশেষে জনসভা সফল করার জন্য মাঠে উপস্থিত থাকব।’

প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় থাকা উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন জায়গায় ছবির ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ময়মনসিংহ সদরের চরসিরতায় ৫০ শয্যাবিশিষ্ট ডা. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল, ত্রিশাল উপজেলায় এক হাজার আসনবিশিষ্ট অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, ময়মনসিংহ জেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ময়মনসিংহের গফরগাঁওয় উপজেলার চরআলগী ইউনিয়নকে ব্রহ্মপুত্রের ভাঙন থেকে রক্ষার্থে বেড়িবাঁধ নির্মাণ, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদে নতুন হাসপাতাল নির্মাণ, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গোরবাকুড়া-কড়ইতলী স্থলবন্দর, জেলা আইনজীবী সমিতির মূল ভবন শহীদ অ্যাডভোকেট নজরুল ইসলাম ভবন ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ উদ্বোধন।

এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা হল নির্মাণ, শেখ রেহানা হল নির্মাণ, রোজী জামাল হল নির্মাণ, সরকারি আনন্দ মোহন কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট পাঁচতলা ছাত্র হোস্টেল নির্মাণ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!