• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিলিতে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু


হিলি (দিনাজপুর) প্রতিনিধি মার্চ ১৮, ২০২৩, ০৩:০২ পিএম
হিলিতে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু

দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে রমজানের আগে বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি ও ছোলা পেয়ে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষরা। তবে এবার প্যাকেজের সাথে ১ কেজি ছোলা যুক্ত হওয়ায় আগের থেকে প্রতিটি প্যাকেজ মূল্যে দাম বেড়েছে ৫০ টাকা।

শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় হিলি চারমাথা সংলগ্ন মাইক্রো স্টান্ডে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন। 

এবার উপজেলার ১০ হাজার ৫ শ ৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা দরে ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল ও ১ কেজি ছোলা দেয়া হচ্ছে। এবারের প্যাকেজ মুল্য ৪৭০ টাকা।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে ফ্যামেলী কার্ডের  মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এবার উপজেলার ১০ হাজার ৫ শ ৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা দরে ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল ও ১ কেজি ছোলা দেয়া হচ্ছে। এবারের প্যাকেজ মুল্য ৪৭০ টাকা।

এসময় সেখানে টিসিবি ডিলার আলম হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এসআই/এসআই

Wordbridge School
Link copied!