• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা এখন বিশ্ব নেতা


নিজস্ব প্রতিবেদক জুলাই ১, ২০২৩, ০৭:০০ পিএম
শেখ হাসিনা এখন বিশ্ব নেতা

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের শেখ হাসিনা এখন বিশ্ব নেতা। শেখ হাসিনা আর উন্নয়ন এক ও অভিন্ন। শুক্রবার রাতে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যুগপূর্তি মিলন মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আজকে শুধু বাংলাদেশের মানুষকে পথের দিশা দিচ্ছেন তা নয়।  বিশ্বের নিপীড়িত মানুষের যেমন নেতা হয়েছিলেন বঙ্গবন্ধু, তেমনি বিশ্বের যেকোনো প্রান্তে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ আজকে মানবেতর জীবন যাপন করছে, যেখানে মানুষের জীবনযাত্রার মান বিপর্যস্ত সেখানে তিনি (শেখ হাসিনা) আশার আলো বয়ে নিয়ে আসছেন। যেখানেই মানুষ দরিদ্রের কষাঘাতে জর্জরিত সেখানকার জন্য আশার বাণী বয়ে নিয়ে আসা মানুষটির নাম শেখ হাসিনা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র ও সংগঠনের প্রধান উপদেষ্টা মো. জিল্লুর রহমান জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও সংগঠনের শিক্ষক উপদেষ্টা ড. মো. মুয়াজ্জেম হোসেন প্রমুখ।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!